ওরে মোর সর্বনাশা অবুঝ মন
তুই কেন এমন চঞ্চল সর্বক্ষন ?
কিসের কারনে তোর এত চঞ্চলতা ?
সুখ বিহনেও তোর নাই নিরবতা।

ওরে অবুঝ মন,তোর কারনে আমার যায় কুলমান
থাকিস না তুই খাঁচার ভেতর,লোকে করে অপমান।
তুই এতো কেনো করিস যাতনা
এই দেহ যে আর যাতনা সইতে পারে না।

ওরে অবুঝ মন,তুই ছুটিস রাতদিন
তুই যে লজ্জা শরমহীন।
আমি তোরে কতো করি বারন,
যদি আমি হই অপমানী,শুধু তোরি কারন।

ওরে অবুঝ মন, তুই ছুটিস কার সনে?
খেয়াল না করে আমার বারনে
তোর কারনে আমার এতো জ্বালা,
আজ তোর কারনেই লোকে দেয় নিন্দারমালা।

ওরে অবুঝ মন, তুই থাকিস না খাঁচায় বন্ধি
তুই করিস শুধুই অভিসন্ধি।
তুই কেনো এতোই নিঠুর মুখ?
তুই শুধুই বুঝিস নিজের সুখ।