কাব্যের বিদ্রোহে চির বীর অতুলনীয়,
জীবন জুড়ে দারিদ্র ক্ষুধা অসহনীয়।


নজর শুধু স্বাধীনতা, বিদ্রোহ ঘোষণা,
জয় তোমার কামনা তব পেশনা।


রুক্ষ তুমি জালিমের লাগি, নাহি ভয় কারাগারের,
লতার কাঠি তুমি, তোমায় জড়িয়ে জাতি স্বপ্ন দেখেছে পারাপারের।


ইমাম তুমি। তুমি দুখু মিয়া, লেটো বয়, ভাতৃত্ব, বিদ্রোহী, গানের পাখি।
সমতা তুমি। তুমি বীর, যোদ্ধা, ধার্মিক, হে দেশ প্রেমিক নেতা তোমায় ডাকি।


লালসাহীন, সর্বজনীন অসম্প্রদায়িক; দারিদ্র জয়ী সৈনিক।
মম আদর্শ, মহাপুরুষ; অনন্তকাল সুখে থাক প্রার্থনায় দৈনিক।



বাংলাদেশের জাতীয় কবি, বাংলা সাহিত্যে ধুমকেতুর ন্যায় যার আগমন, বিদ্রোহী কবি কাজী  নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কবিতাটি রচিত।


কবিতাটির প্রতিটি লাইনের প্রথম অক্ষর পড়ে নিচের দিকে আসলে হবে ''কাজী নজরুল ইসলাম''। কবিতাটি কবিকে উৎসর্গ করা হল।