চলে বলে খায় না সে,
কথায় শুধু যে হাসে,


শক্তি বেশি, ডর কম
ছুটে চলে দমা দম।
 
পিছে কভু দেখে না রে
তুলে নেয় যারে তারে।


মাঠ-ঘাট ছেড়ে যায়
সব ভাষা, কথা কয়।


মাথা ভরা বুদ্ধি ঢাকা
ব্যব-হারে সোজা-বাঁকা।


দশ গুণ করে কাজ
সারা কাল এক ভাঁজ।


দেহটা মিষ্টি, সুন্দর
চেহারা পাক্কা, বান্দর।


কী যে নাম দেব ওকে
মরছে খোকা এ শোকে।