অনুভব নিংড়ে কিছু গল্প সাজিয়ে ছিলাম,
কোন চেনা পুরুষের দৃষ্টিতে হয়েছিলাম তিলোত্তমা,
শরীরের  আনাচেকানাচে উদ্ধৃত রত্ন সম্ভার
গলিত ঘর্ম চুয়ে পরেছিল লাজুক স্পর্শে!
আমি স্পর্শকাতর, লজ্জাবতী গাছের ন্যায়
কুঁকড়ে নিয়েছিলাম ব্যবধান,
শুধু চাওয়ার পাত্রে পূর্ণতা ভিক্ষা;
কি ভীষণ সে প্রলোভন ;শরীরজাত গন্ধে রহস্যময় দৃষ্টি ;স্নায়ু র নিয়ন্ত্রণ ঠেকেছে শূন্যে;
সম্মুখে দণ্ডায়মান প্রেম পরিপূর্ণ, দেবভূমি থেকে
যেন নেমে এসেছে মহাপুরুষ ;
অপরাহ্নে বাইরের জানালা দিয়ে দেখেছিলাম মুক্তি,
বিস্ফোরিত ওষ্ঠ যুগল পরস্পরের স্পর্শে উচ্চারণ করেছিল কিছু ভুলে যাওয়া কথা!
"চুল তার কবেকার অন্ধকার  নিশা.......শ্রাবন্তীর  কারুকার্য ...........!"