মনে আছে সেদিনের সেই
বৃষ্টি মুখরবিকেলটা?
জানলার পাশে বসে ছিলাম আমি,
তুমি ছিলে অদূরে,আবছা দেখা যাচ্ছিল তোমাকে,
জানলা দিয়ে বৃষ্টির জল এসে
লাগছিলো চোখে মুখে
একটা শীতল স্পর্শ
শিহরণ জাগছিল শরীরে ।
দূরে বাতাসের সঙ্গে
ভেসে আসছিলো রবি ঠাকুরের গান।
রজনীগন্ধার সুবাসে
মেতে উঠছিলো ভালোবাসা ॥
সে এক রোমান্টিক বিকেল
কাটিয়ে ছিলাম আমরা,
দূরে থেকেও হৃদয় স্পর্শে
আর প্রকৃতির টানে
এসেছিলে অনেক কাছে,
ধরা ছোঁয়ার বাইরে থেকেও
উপহার দিয়েছিলে এক
সুন্দর শ্রাবণের বিকেল॥
স্বপ্নময়ী এক অনুভূতি
আর একরাশ বৃষ্টি
আমাকে ভিজিয়ে দিয়েছিলো
তোমার আবেশে।