শিক্ষা নিয়ে ছেলেখেলা
   হচ্ছে আজকাল
শিক্ষা মানেই রাজনীতি
     তাই সব কিছুই জন্জ্ঞাল।
শিশুর পিঠে বই এর বোঝা
      চাপিয়ে শিক্ষক
আড়ালে বোসে মজা দেখেন
     করেন কালচার।
এমন যদি করা যেত
    জাদুর ছোঁয়ায়
শিক্ষক সব ছাত্র হতো
     ছাত্র শিক্ষক ,
তবেই তারা বুঝতো সবাই
     ঘৌড়দৌড়ের যুগে
শিশুর মনে চাপ বাড়ছে
      হচ্ছেনা কিছুই  শেখা।
বাচ্চা আমার সবই জানে
      আঁকা ,নাচ গান,
বাবা মায়ের স্বপ্ন এটাই
     বিশ্বে হবে নাম।
একবারো কী ভাবে তারা
     মানুষ কি ভাবে হয় !
মানুষের  মত মানুষ হওয়া
     এটাই বড় জ্ঞান ।
মানুষ গড়ার কারিগর
      নেই তো কোনোখানে
সবাই তাই যন্ত্র মানুষ হয়েছে এক্ষনে॥