আকাশ জুড়ে মেঘ করেছে
বৃষ্টি হবে বোধহয়
কবিদের আসরে তাই
উপস্হিত সবাই।
আছেন সব মহান কবি
করতে আলোচনা
কেউ বলছেন কবিতা
কেউ করছেন সমালোচনা ।
এমন সময় মেঘ গুরগুর
বৃষ্টি নামে জোরে
সমালোচনা বাদ দিয়ে সব
প্রেম বিনিময় করে।
কেউ লেখেন প্রেমপত্র
কেউ বা করেন গান
কেউ বা স্মৃতি উগরে দিয়ে
জাগায় প্রেমের আলোড়ন।
জমজমাটি আড্ডা চলে
বৃষ্টি মুখোর দিন।
আমরা সবাই থাকবো হেতায়
থাকবো প্রতিদিন।
আমরা শুধুই কবিতো নয়
একই মালার ফুল
সুখ দুঃখের সঙ্গী সবাই
হাঁটবো বহুদূর॥
শীত হোক বা গ্রীষ্ম
থাকবো সবাই সাথে
বাংলা কবিতা ডট কম
জয় হোক তোমাদের ॥