বলিষ্ঠ দেহে খর্বাকার প্রসস্হ নাসিকা
চোখে তার প্রেমান্জ্ঞলি,
নারীর পূজারী সে
পুরুষ তাকে বলি।
রাগে তার দাবানল, কন্ঠে উচ্চস্বর
নারীর সম্মানে
করে যুদ্ধ জয়।
কখনো সে দেবদাস
প্রেমের প্রত্যাখ্যানে
কখনো সে রাবণ রূপে
সীতা হরণকারী।
কখনো সে শ্রীকৃষ্ণ
রাধিকার প্রেম,
সেই তো পূজারী নারীর
পুরুষ যার নাম।
একই দেহে নানা রূপে
রূপবান তুমি, নারীর জীবনে
তাই শ্রেষ্ঠ পুরুষ তুমি।



(কবি অয়ন রাতুলের অনুরোধে লিখলাম কবিতাটা, যদিও আমরা জানি পৃথিবীর সব পুরুষ একরকম নয় তবু ভালো দিকটায় তুলে ধরলাম)