কাব্যিক ভাব মূর্তির অতলে
গভীরতা খুঁজে পাওয়ার প্রয়াস
যেন ছন্দহীন ব্যক্ততার অভাব,
কবির রেশ যেন অন্ধকারাচ্ছন্ন,
তবু লিখিত অর্থে চলমান প্রতিচ্ছবি।
নতুন সৃষ্টির ভাবনায় ভুলে যাওয়া
রচনার ভাবাবেগ অতুলনীয়,
নব্য ধারায় রচিত বাস্তব ,আজ
মন কেড়েছে সবার.......
তবু কোথাও নতুনত্বের অভাবে
শব্দ বিন্যাস এলোমেলো ,
চিত্রাঙ্কিত করতে চায় আগামীকে
বোঝানা বোঝার ব্যবধানে
নিম্ন হয় কবিতার মান।
তবু অভাব নেই কবির, অবলীলায়
লিখে চলেছে কবিতা.......
সাহ্যিতের জ্ঞানের ভরা ডুবিতে
হারিয়ে যাচ্ছে কাব্য।
আধুনিকতা আজ সৃষ্টিতে
বিনাশের শঙ্কা গুনছে
হারিয়ে যাচ্ছে অন্তরের গভীরতা .....
পুরাতনের আদলে সৃষ্টি হচ্ছে
নবীনতার স্বাধীনতা।