মনে পরে সেই পড়ন্ত বিকেলটা
সূর্য তখন অস্তাচলে, পাখিরা ফিরছে ঘরে
শান্ত নদীর ধারে, আমরা দুজন,
আকাশে এঁকেছিলাম ভালোবাসার
লাল রঙ, দূরে কোথাও বাজছিলো
বেলা শেষের গান.......
একটা নিস্তব্ধতা আমাদের করেছিল
রোমান্চিত, হাতটা ধরেছিলে তুমি।
লাজুক চোখের ভাষায় বলেছিলাম
এ বন্ধন যেন অটুট হয়..........
নীল আকাশ, নদীর জল হয়েছিল আমার ভালোবাসার,
সাক্ষী দখিনা বাতাস বলেছিল কানে কানে
তোমরা ঘর বাঁধবে একদিন,
এক স্বপ্নের ঘর, যেখানে সম্পর্ক থাকবে
ভালোবাসার বন্ধনে আবদ্ধ
থাকবে শান্তির ঘুম........
রোজ সকালে তোমার ভালোবাসার স্পর্শে
ঘুম ভাঙবে আমার।
ভোরের প্রথম কিরণে আমাদের
ভালোবাসা পাবে অমরত্ব,
যুগান্তরের গতিয়মান সময়কে
আমরা করব জয়,
হাজার তারার মধ্যে তুমি হবে
আমার ভালোবাসার ধ্রুবতারা॥