রাতের অন্ধকারে প্রতিনিয়ত বেঁচে থাকার অভিসন্ধি
দিনের আলোয় এক মুঠো ভাতের তাগিদ পোড়াবে
রৌদ্রের তাপে, এক মুঠো ভাত অবহেলায় পরে থাকে
কুকুরের সাথে প্রতিদিনের লড়াই এ জয়ী হওয়ার আনন্দ
তোমরা কি বোঝ? তোমার আমার ব্যবধানে আমি তলিয়ে যাচ্ছি
অবশেষ খুঁজবেনা কেউ, তুমি মরলে খবর হবে, আমি মরলে
বাঁচা যাবে, স্লোগান উঠবে গরীব হাটাও, গরিবী নয়।
পথের ধারে পড়ে থাকা অবহেলিত শিশুর ক্ষুধা নিবারণ করে
এক মা কুকুর, তারও আছে মাতৃত্ব বোধ কিন্তু তোমার নেই।
অনেক উপর থেকে ঝাপসা দেখালেও আমরা স্পষ্ট দেখতে পাই
তোমাদের অধঃপতন, মনুষ্যত্বের নামে কলঙ্কিত তোমাদের ভিত
আজ বড়ই নড়বড়ে, একদিন আমাদের যন্ত্রণায় গড়ে ওঠা ইমারতে
চাপা পড়বে তোমার কোটি টাকার স্বপ্ন, আর সেদিন আমি তোমাকে
তুলবো আবার ধরে, কারণ আমি সেদিনও মানুষই থাকবো,
তুমি থাকবে অমানুষ.......................॥