ভালো আছি আমি
তুমি আর ফিরোনা বনলতা
এই কংক্রিটের দেশে
যেখানে সবুজ আজ স্বপ্ন,
ফিরোনা, ফিরোনা তুমি
এ বুকের মাঝে, যেখানে
যন্ত্রণা  করেছে ভালোবাসাহীন।
পাখিরা ভুলেছে গান গায়তে,
রয়েছে মরা নদী, রয়েছে ক্ষুধার্ত মানুষের
চোখের জল, হয়েছে মৃত্তিকা আজ
মানুষের রক্তে লাল, ফিরোনা তুমি
পশুদের দেশে, যেখানে রাজত্ব চলছে
হিংসার , রক্ষক আজ হয়েছে যেখানে ভক্ষক,
ফিরোনা তুমি বনলতা ,
আমি ভালো আছি, ভালো আছি
ভালো থাকার অভিনয় করে....
তুমি ভালো থেকো
ফিরোনা আর রোজ একবার করে মরতে
ফিরোনা আর তুমি
"নাটোরের বনলতা সেন"॥