লোকে তাকে বলে পাগলিনী
নোংরা বসনে তবুও তার রূপ
যেন দেবতার আশীর্বাদ ,
শত আঘাতে ঝরে পরা রক্তবিন্দু
আজো খোঁজে ভালোবাসা কে।
রাস্তার আনাচে কানাচে
পথের বাকে , লোকের গালাগালি তে
আজও নির্বিকার দৃষ্টিতে অপেক্ষা করে
তার আসার, সে যে বলেছিল তাকে
ভালোবাসি , সে আবেশ আজো
মনে আছে, লুকিয়ে আছে হৃদয়ে ।
তবু কেন এত লুকোচুরি খেলা
বিধাতার একি পরিহাস .......
প্রতি রাতের নিস্তব্ধতায়
এখন তাকে ছিঁড়ে খায় রাস্তার কুকুর
তবু সে নির্বাক দৃষ্টিতে
ভালোবাসা খুঁজে বেড়ায় অলিতে গলিতে,
এই ভাবে দিন যায় রাত যায়
কত আসে কত যায়, আজ সে
সন্তান সম্ভবা, জানেনা তার পিতৃ পরিচয় ।
দশ মাস দশ দিন এই ভাবে কেটে যায়,
পুত্র তার আসে কোলে,
তবু সে খোঁজে তাকে পথের বাঁকে বাঁকে
তার দৃষ্টি আজো আছে স্হির...
ভালোবাসা ভুলে গেছে
ফিরে আর আসে না যে
কতবার ডেকেছে সে তাকে।
সব শেষ হয়ে গেলো,
মৃত্যু তাকে জয় করলো
তবু সে পথের পানে চায়
এখনও বিশ্বাস করে ফিরবে সে
শেষ কালে, ভালোবাসা নিয়ে একরাশ।
রাত্রি হলো পার, বন্ধ দুচোখ তার
ভালোবাসা এলনা তার ঘরে....
এরকম কত হয় , লোকে যাকে পাগলিনী কয়
বোঝানো কি হৃদয়ের জ্বালা..,,,.॥