নীল পাখিটা বলেছিল একদিন সে আসবে
সবুজের সমারহে, প্রজাপতির সাথে তার
মিলন হবে প্রকৃতির বুকে, মিলন হবে
পাহাড়ি ঝর্ণার সাথে, এলোমেলো বাতাসের
অনুভবে, পায়ের নূপুরের শব্দে নাম থাকবে
আকাশের , মেঘবালিকা একপশলা বৃষ্টি
হয়ে ভিজিয়ে দেবে তাকে, ভেজা শরীরে
তার রূপের ছটা মূয়ুরের নাচের তালে
মেলাবে তাল, চোখের দৃষ্টিতে পান করবে
অমৃত, গভীর সে চোখ লালসা জাগাবে
তোমার হৃদয় গহনে, এসো এসো সৌন্দর্য
আলিঙ্গন কর পৃথিবীর ভালোবাসা কে!
চিৎকার করে বলবে তুমি
এসো নিভৃতে, এসো একাকীত্বে
এসো আমায় আবার নতুন করে
ভালোবাসতে, নতুন করে পরিপূর্ণ করতে ,
নীল পাখি যে বলেছিল , তোমার ঐ চোখে
সাগরের গভীরতার কথা, বলেছিল চিরকালের
পিপাশিত হৃদয়ের কথা, সূর্যের তীব্র উষ্ণতার
কথা যা আমাকে দহন করছে প্রতিনিয়ত,
আমি আজ ক্লান্ত, এসো তুমি একটি বারের জন্য
একবার আলিঙ্গন করতে চাই তোমাকে
সৌন্দর্য , তুমি এসো আমার হৃদয় দহনে
আরএকবার পুড়তে.........॥