যদি পারতাম এখনই আনতাম
এক মুঠো মুক্তি , দীর্ঘ নিশ্বাস নিতাম
খোলা আকাশের নীচে, তুই যে সবসময়ই
বলিস আমাকে ভালো থাকতে,
অভিনয় টা ভালোই জানি আমি,
স্বপ্ন কোনোদিন ছুঁয়ে দেখেছিস?
এক মুঠো স্বপ্ন! অদ্ভুত ধরতে চাইলেও
কেমন হাত ফসকে বেড়িয়ে যায়।
রোজ ভাবি তোর পরশে আমার
ঘুম ভাঙবে, ভাঙে শুধু স্বপ্ন গুলো
দিগন্তের সূর্য কিরণে..........
এক একটা দিন এক একটা যুগ
মুক্তি র খোঁজে অন্ধকারাচ্ছন্ন,
ভাবছি তোর হাত ধরে
ছুটে যাব দিগন্তের ওপারে
যাবি আর একবার হারিয়ে যেতে,
স্বপ্ন দিয়ে ঘর বাঁধবো দুজনে
খুব হাসি পাচ্ছে বল?
সারাদিনে একবারও মনে পড়ে
আমার কথা? নাকি তুই ও ফাঁকি
দিয়ে চলে গেলি দিগন্তের সুখের
সন্ধানে ! অবিশ্বাস্য এতো যন্ত্রণা
এতো আমার হেরে যাওয়ার মূহুর্ত
না না আমি জানি আমার অন্তর আত্মা
বলে , মনে পড়ে মনে পড়ে আমাদের
প্রতিশ্রুতি , আমরা যে বন্ধনে আবদ্ধ
আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের
মধ্যেই সীমাবদ্ধ ........
দিগন্তের সুখের সন্ধানী
প্রিয় আমিই তো সেই প্রিয়তমা॥