আবারও একবার হেরে গেলাম
হেরে গেলাম ভালোবাসার স্বীকারক্তিতে,
তোমার পায়ে উৎসর্গ করা আমার ভালোবাসা
তোমার হৃদয় কে স্পর্শ করতে পারলো না,
দূরত্বে হারিয়ে গেলো জীবনের মূল্যবোধ।
স্বপ্নের জালে আবদ্ধ ভালোবাসা জড়তার
আকার নিয়েছে আজ, কি ভুল হয়েছে ?
বলতে পার তুমি?  সত্যি কি আমি
ভালোবাসতে ভুলে গেছি! না কি হারিয়ে
ফেলেছি নিজের অস্তিত্ব ! নিজের বাস্তব
সবাইকে মিথ্যা প্রমান করে একদিন বিশ্বাস
করেছিলাম আমার অস্তিত্ব কে , বিশ্বাস করেছিলাম
আমিও জানি মন প্রাণ দিয়ে ভালোবাসতে,
আমারও অধিকার আছে স্বপ্ন দেখার !
হায়! বাস্তব,  কঠিন খুব কঠিন
যন্ত্রণার ভালোবাসায় মুক্তি ......,,,,
যেন অন্ধকারে হারিয়ে যাওয়া ,
এই যে দীনলিপি অসমাপ্ত করে যাব আজ
রেখে যাব অস্তিত্বহীন আমাকে
সেটাই হবে তোমার ভালোবাসার পুরস্কার ॥