রক্ত -বীজে বুনেছি অস্তিত্বের কাঠামো
রাত্রি জাগরণে বিষাক্ত বিষের জ্বালায়
দগ্ধ হচ্ছে শব্দগুচ্ছ, কবিত্ব হচ্ছে
অসম্পূর্ণ , নির্বিকার, যেন স্তব্ধতা ঘিরেছে
মুখোশের আড়ালে! তবু ভালো আছি এর
অপাঙতেয় সমাসে আবদ্ধ বহমান নদী,
আত্মজ্ঞান আজ আত্ম চেতনা বিমুখ
অস্তিত্বের কাঠগোরায় অস্তিত্বহীন আমি,
বুকের দগদগে ঘা টা কে আরো একবার
ক্ষত করছে , অশনিসংকেত দিচ্ছে
তেজস্ক্রিয়তা..............


শেষ অধ্যায় আজও অসমাপ্ত
তবু ভালো আছি এটাই ভবিতব্য!


চলছে ধারাবাহিকতা অস্তিত্বের বৃত্ত
অপরিণত অব্যয়ে......


শেষ অঙ্ক আমি শূণ্য।।