অপলক দৃষ্টিতে একবার চেয়েছিলাম
তুমি বলেছিলে বিভীষিকা!
যেন একরাশ মায়াবী জালে
আকৃষ্ট মন.........
এ যেন অগ্নিকে আহ্বান
জ্বালিয়ে পুড়িয়ে দেবে তোমাকে,
কলঙ্কিত বিষ গলাধঃকরণ
এ সর্বনেশে ঝড় অসময়ে প্লাবিত করবে গোটা সংসার
আরো প্লাবিত করবে ঐতিহ্যের অহংকারকে


অপলক দৃষ্টিতে আবারও দেখেছিলাম তোমাকে
তুমি বলেছিলে সুন্দর , এ যেন স্বর্গলাভ
এ যেনো পদ্মপাতার জলবিন্দু
সূর্যের কিরণে উজ্জ্বল আলোকিত ,
এযেন মৃগনয়না রাজহংসী,
পরম আবেশে আবদ্ধ করেছিলে ভালোবাসার বন্ধনে।


অপলক দৃষ্টিতে দেখেছিলাম তোমাকে,
অস্পষ্ট দীর্ঘ সময় পরে , তুমি সেদিন ঘুমিয়েছিলে
তোমার মুখেছিল শান্তি, দূর থেকেই বলেছিলাম
ভালোবাসি ভীষণ ভাবে ভালোবাসি
দীর্ঘ সময় পর তোমাকে জ্বালাতে চাই
ভালোবাসার আগুনে ..........
সেদিন ভাষাহীন ঘুমন্ত দৃষ্টিতে দেখেছিলে তুমি
স্তব্ধতায় বলেছিলে ফিরে যাও,
আজ যে সময় শেষ, তোমার দৃষ্টির আগুনে
আমি যে দগ্ধ হয়েছি
ছাই টুকুই পরে আছে......
সেদিন থেকে আজো
এ দৃষ্টি তোমাকে খোঁজে,
অপেক্ষা করে তুমি আসবে
দৃঢ় আলিঙ্গনে বলবে ভালোবাসি
পুড়তে চাই তোমার ভালোবাসার আগুনে।।