তুমি নিত্য, তুমি শাশ্বত তুমিই অবিনাশী
তুমিই একমাত্র জ্ঞাতব্য, তুমিই আশ্রয়স্থল
তোমার প্রসাদেই আমার বিশ্বদর্শন,
আমি যে অর্জুন , তুমি প্রাণকৃষ্ণ,
সহস্র সূর্যের কিরণ, আমার মধ্যস্হ
আত্মায় বিলীন আত্মসূর্য্য ,
তুমিই ব্রহ্ম , সমস্ত ইন্দ্রিয়কে
দমন করে তোমাতেই হোক
আমার আত্মসমর্পণ।
হে প্রাণকৃষ্ণ
তুমি তো পার্থিব কামনার উর্দ্ধে
তোমার প্রেম ছড়িয়ে আছে
আকাশে বাতাসে, রেণুতে জলে স্হলে
আদি থেকে অন্ত অদৃশ্যশক্তির লীলা
তোমারই রচনা......
শতাব্দীর পর শতাব্দী
সাক্ষী তোমার আশ্বাসে
' সম্ভবামি যুগে যুগে'
,