নক্ষত্র শ্রেষ্ঠ, তোমার অনির্বাচনীয়
মধুর বাচ্য আমার শ্রবণেন্দ্রীয়কে
করেছে মায়াবী, কন্ঠ হয়েছে রুদ্ধ,
নিরাকার ব্রহ্ম দর্শনে আজ আমার
দৃষ্টি হয়েছে শশিসূর্য্যনেত্রম,
তোমার মধ্যস্থ কোটি কোটি সৌর
তরঙ্গ, প্রকাশিত সূর্য কিরণে,
হে কালজয়ী মহাসাধক
তোমার চরণপদ্মে প্রস্ফুটিত হোক
মহাকাব্য, তোমার নির্মল মননে
কবিতা হোক তোমার প্রেয়সী,
বাস্তবিক চেতনাকে তুচ্ছার্থে
এগিয়ে যেও মহাশূন্যের সন্ধানে,
পথ চলতে ছড়িয়ে যেও
জ্ঞান বৃক্ষ , তার থেকে সৃষ্ট
নবমুকুল হোক আগামী .......
আর আমার
মুক্তি হোক তোমার রচিত
একটি পূর্ণাঙ্গ কবিতায়.........।।