প্রিয়,
জানি কোনদিন আর দেখবেনা মুখ,
ভালোবাসার মাঝে অস্তিত্বের লড়াই।
না না কোনো সাফাই নয়,
নিজের কাছেই নিজের প্রশ্ন!
আমার আবেগ আমার যন্ত্রণা
জানতো ভেবেছিলাম মৃত্যুকে
গ্রহন করবো, তোমাকে দেখার ইচ্ছা
তুমি কি কষ্ট পাচ্ছ, নাকি আমি
হারিয়ে ফেলেছি !
একবার যদি পার ক্ষমা করো
আমার কবিতা গুলো আজ
বড়ই অকেজো, তোমার হৃদয় স্পর্শ
করেনা, তবে কি হেরে গেলাম?
উত্তর নেই কোনো , শুধু আছে মৃত্যু
আজ কটাদিন লড়াই করছি অস্তিত্বের
ভূমিকায় , ছদ্মবেশী অভিনয়,
মাথার শিরাউপশিরা গুলো
বুঝিয়ে দিচ্ছে তোমার যন্ত্রণা ,
আমাকে একবার শক্ত করে
জড়িয়ে ধরবে? আমি যে বড় একা
হয়েগেছি অস্তিত্বের লড়াই এ।।

                                 ইতি
                               নিরঝরা