আজো দিগন্ত বিস্তৃত যন্ত্রণা
আর মধ্যে খুঁজে পাওয়া মুক্তি,
মিশেছে তোমার আমার অবিনাশী
ভালোবাসায়, নিত্য নৈতিক
ভালোলাগার মাঝে সময়হীন
ব্যস্ততা , দিকশূন্য করেছে,
মাথা গোজার একটা ঠিকানা
হয়তো পৃথিবীর আনাচে কানাচে,
রোজ সূর্যোদয় আর সূর্যাস্তের
দূরত্বের আবদ্ধ জীবন
তরঙ্গ আর ভাবের প্রকাশ,
কেন যে আনমনে লিখে যায়
তোমার আমার প্রেম, কাব্য
কবিতা, মর্যাদা নেই এসব
সিনেমাতেই ভালোলাগে,
বাস্তবযে বড়ই কঠিন
ইচ্ছে নদীতে যায়না পালতোলা,
জানলার ফাঁক দিয়েই ধরতে
চাওয়া সৌর্য্য , তাকে যে ধরা যায়না
শুধু উষ্ণ অনুভূতিতে জন্ম জন্মান্তরে
বেঁধে রাখা যায়, অপ্রত্যাশিত ইচ্ছের বন্ধনে।।