সেদিন দ্রুত স্পর্শ করেছিলো তোর ঠোঁট
আমার গালে, আমি বলেছিলাম ম্যারাথন,
চলন্ত রিক্সাতে দুটো প্রাণ মেতে ছিলো
অনুভূতিতে, তোমার হাতের আঙুল গুলো
স্পর্শ করেছিলো কাঁধ, পিঠ , সারা শরীর
কেঁপেছিলো এক অদ্ভুত আবেশে,
জনবহুল এলাকায় স্বপ্ন দেখেছিলাম
হারিয়ে যাওয়ার, বসন্তের রঙ লেগেছিলো
হৃদয় ক্যানভাসে, চলন্ত গতিতে
চলমান দীর্ঘশ্বাস তোমার আমার
স্বপ্নের ঘর বুনেছিলো,
সময়কে হারিয়ে দিয়ে ছুটে গিয়েছিলাম
দিগন্তের পারে, মনে বলেছিলাম
"এই পথ যদি না শেষ হয়"
উত্তম সুচিত্রা, তার থেকে অনেক
বেশী জীবন্ত লেগেছে নিজেদের,
ভালোবাসার এক চরম অনুভূতি
মিটিয়ে ছিলো খিদে তৃষ্ণা ,
মিটিয়ে ছিলো যন্ত্রণা , বসন্তের
আহ্বানে জন্ম নিয়েছিলো এক
আমৃত্যু ভালোবাসা....।।