কি বা দিতে পেরেছি তোমায়
কয়েকটা নির্ঘুম রাত, কয়েকটা অপেক্ষা
দীর্ঘ থেকে দীর্ঘ অপেক্ষা , তবু কিছু সময়
মনে পরে একান্ত নিবিড় সেই সময় গুলো,
দুটো অস্থির মন, দুটো উতপ্ত নগ্ন শরীর
একে অন্যের সাথে মিশে ছিলো ভালোবাসার খেলায়...
বুকের মধ্যে উঠেছিলো ঝড়, কি সেই চরম অনুভূতি
ঠোঁটের গভীর চুম্বন পাগল করেছিলো দুটো হৃদয়কে,
সময়টাকে যদি সেই জায়গায় বেঁধে রাখতে পারতাম!
কি জীবন্ত ছিলো তোমার প্রত্যেকটা স্পর্শ, এখনো এখনো
সারা শরীর জুড়ে আছে সেই অনুভূতি, মাথা থেকে পায়ের
আঙুল সর্বত্র ছড়িয়ে আছে তোমার ভালোবাসার আচড়,
আচ্ছা যখন আমি সব পাট চুকিয়ে চলে যাবো, তখনো জীবন্ত
থাকবে তোমার স্পর্শ গুলো, চিতার আগুনে পুড়তে পুড়তেও
ছড়িয়ে যাব উষ্ণ  ভালোবাসা, কবিতায় রেখে যাব আমাকে,
তুমি কাঁদছো? তোমার যন্ত্রণা আমার চোখ দিয়ে বয়ে যাচ্ছে
মিশে যাচ্ছে তোমার হৃদয় সাগরে,
আমার দিকে তাকাও একবার, যেভাবে তাকিয়েছিলে প্রথমদিন
অপলক দৃষ্টিতে একরাশ ভালোবাসা নিয়ে,
আজও সেই গভীরতায় ডুব দিতে চাই, তোমার আত্মায়
আমার আত্মাকে করতে চাই বিলীন, প্রত্যেকটা দিন
প্রত্যেকটা নতুন ভালোবাসার মধ্যে আমার তোমার রূপ
দেখতে চাই, ওদের সবার মধ্যে আমাদের দেখতে চাই।
আর বলতে চাই জন্ম থেকে জন্মান্তর তোমার ভ্যালেন্টাইন হয়ে
জন্মাব,  আর রেখে যাব  আমার সেই স্পর্শ গুলো
যা ভালোবেসে দিয়েছো তুমি আমায়।
আজ রবি ঠাকুরের ঐ গানটা খুব মনে পড়ছে
ভালোবাসি ভালোবাসি এই কাছে দূরে
জলে স্থলে বাজায়, বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি"।।


শেষ পর্ব তবে কোনো কিছুই শেষ নয় অনন্তকাল ধাবমান