শেষ পথের সন্ধানে
মেখেছি রক্ত-ঘাম ভেজা
ধুলো, বারান্দার আরাম কেদারাতে
জমেছে স্মৃতি.....
পড়ন্ত ফাল্গুনের বিকেলে
হঠাত আশা বৃষ্টি
প্রলুব্ধ চুম্বনে জেগে ওঠা
বিদ্যুতপর্ণাকে আবারও
জাগিয়ে তুলল স্মৃতিপটে
সভ্যতার আড়ালে
ভিক্টোরিয়ায় তুমি আমি মিলেই
এনে দিয়েছিলাম পিপাসিত
শরীরের ঘ্রাণ....
ভাবনা গুলো আজ
চোরাবালির পাঁকে
হারিয়েছে গতি
অসম্পূর্ণ উপন্যাসে আজ আর
খুঁজে পাইনা তোমাকে আগের মতো....