আজও চাহিদা গুলো জীবন্ত
শরীরে চাপা যন্ত্রণা......
পরিচয়হীন ইতিহাসে বেপাত্তা
ভালোবাসা.....


অহেতুক চেয়োনা আমাকে
জরা জীর্ণ এ বাস্তবে
দেওয়ার মত শুধু আছে
রক্তাক্ত অশ্রু
তাও আজ মরা.....


সবটুকু নিংড়ে নিয়েছে
শেয়াল কুকুর
উচ্ছিষ্ট ছড়িয়ে আছে পথে...
লাশ কাটা ঘর থেকে বলছি
উষ্ণতা আজ বরফে চাপা


দাও প্রাণ দাও!
একটা ভনপুর প্রাণ
স্বচ্ছ জীবন
একটা জীবন্ত জীবন


একটা জীবন্ত জীবন...........
হা হা হা হা
লাশ কাটা ঘর থেকে বলছি
একটু আলিঙ্গন বদ্ধ হবে?
হাড়ের ওপর নোংড়া মাংসপিন্ডের ঘ্রাণ
গোলাপ নয়
তাজা রক্তের স্বাদ....


শুনতে পারছো
বুঝতে পারছো
ভাবতে পারছো
একটা অসম্পূর্ণ জীবন্ত লাশ
ভালোবাসা!
এই ঠান্ডা হৃদপিন্ডের তলায়
আজও লুকিয়ে আছে
চাহিদা.......


লাশ কাটা ঘর থেকে বলছি
আমি!
প্রাণহীন জীবন্ত লাশ............