জীবন স্রোতের চোরাবালি
চুরি করেছে স্বপ্নের রাজপুত্র
তারও যে সাধ হয়
আকাশ রঙা শাড়িতে
নিজেকে সাজাতে
কন্ঠের মণিহারে ঝিনুকের মুক্ত.....


সজ্জিত চোখের জলে
নীল সমুদ্র.....
সূর্যাস্তকে তার কিনারায়
আবদ্ধ রেখে , নামিয়ে এনেছে
রাত.......


সর্পিল পথে তারা দের
বাসর !
হরণ করেছে রাজপুত্রের মন....
ফুল নয়, চন্দ্রাবলীর অলংকারে
সেজে উঠেছে বালুকা!!!!


ওহে রাজপুত্র
চোরাবালির হৃদয়ে আবদ্ধ তুমি
লিখে রেখো ভালোবাসার ইতিহাস!!