আঁধারে আজ সে
নামহীন ঠিকানাহীন
জড় পদার্থ......
রক্ত দিয়ে গল্প লেখার
নাম দিয়েছে জীবন
সোনার খাঁচায়
রোদের আনাগোনা
আজ বড়ই অচল!


জানি প্রাণহীন জগতে
বাতাসে বিষাক্ত প্রেম
তবু , তবু একদিন
স্বপ্নের হাত ধরে
সুগন্ধ ছড়িয়ে পড়বে
আকাশের নীল রঙে.....


তোমার জীবন থেকে
একমুঠো সুখ দেবে
আমি যে আজ ভিখারী
তোমার গৃহে!
একটু জল
বড্ড পিপাসিত
যন্ত্রণা গুলো কেমন যেন
আটকে গেছে গলায়!


আমি যে চিতায় উঠেছি
কুঁড়ি বছর আগে....
আর কত পুড়বো
এবার তো জল
দাও! দেবে
আমি তোমার ঋণ
শোধ করে দেব!!
এখনো ভাবছো
আমি যে আর ভাবিনা
ঐ দিগন্তে জীবনের সূর্যদয়
আর হবে না
ইতি টেনে দিলাম
হিসেবটা মিলিয়ে নিও........!!!
!