কবিরা আজ বড়ই ব্যাস্ত
দিনের শেষে চায়ের আসরে
ফাঁকা মজলিস..
গত বৃষ্টিতে ছিলো
আজ যেন বিনি সুতোর মালা
গড়লে আছে না গড়লে নেই
আমি আছি পথ চেয়ে
আসরে আবার জমে উঠুক
রঙবেরঙের ফুল
চায়ের কাপে উষ্ণতা ছড়িয়ে পড়ুক
হৃদয় থেকে হৃদয়ে
গেয়ে উঠুক গান
কেউ বা বলুক প্রেমের গল্প!
কারো চোখে থাকুক প্রতিবাদী ঝড়......
থাকুক দীর্ঘ পথ চলার প্রতিশ্রুতি
এসো আমার প্রিয় কবিরা
একসাথে গেয়ে উঠি
"প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
মোরে আরও আরও আরও দাও প্রাণ"