শহর জুড়ে পারমিতাদের জয়গান
বুঝলে না! ঘোমটার নীচে
অন্ধকার ভবিষ্যত!
দুপুরে ছড়ানো উঠোনে
পানের আসর
"বলি কত যে এলো গেলো
ঐ যে মুখুজ্যে বাবুর বেটার বউ
পাড়ার মিনসে গুলো কেমন চেয়ে থাকে"
বারান্দায় পায়রা গুলো
ওদের মাঝেই কেমন যেন নির্বাক
উঠনের বাইরেও যে একটা জগত
রোজ যদি এই ভাবেই
উড়ে যায় পারমিতারা দিগন্ত থেকে দিগন্তে
আকাশটা যে অনেক ছোট পড়বে
একটা বিকলাঙ্গ বাচ্চার মা
আমরা কি বিকলাঙ্গ নই?
আমরা , আমাদের চাহিদা গুলো!
ইচ্ছে করে অভিনয় করে
চিতার আগুনে...
একদিন পারমিতার ভাইরাস
নিংড়ে বেরিয়ে আসবে
হৃদয় থেকে ,
অযাচিত পরিপূর্ণতায়
ভেঙে ফেলবে সিংহ দুয়ার!!!
নয় তো
অভিনয় করে
মুছে যাবে অস্তিত্ব
পারমিতা! তোমারও আসবে একদিন!!