তোমাকে চাই
একটা নিখুঁত গান
কতবার গেয়েছি বন্ধুদের আড্ডায়
তবু চাওয়াটাই শেষ হলো না!
আর ভালো লাগেনা
এসব কথা লিখে বিরহের
জাল বুনতে...
কত লিখবো
লিখলেই বা কে বুঝবে
চরকা নিজের না হলে
তেল দিয়ে লাভ কি!
কতকটা এই রকম
ফেলো কড়ি আর মাখো তেল
কোথাও রাজনীতি
আবার কোথাও রাজনীতিতে জীবন


আজ একা
চলেছি বহু দূরে
সুখের সন্ধানে
আজকাল নাকি
বাজারে সুখ কিনতে
পাওয়া যাচ্ছে;
তবে শুনেছি খুবই সস্তা
তবু সুখ তো......


কেউ কি ভেবেছি
এসব লেখা কিসের জন্য
গায়ের জ্বালা মেটাতে?
নাকি নিছক সখে
অথবা অভিভূত করতে
আসলে একটা বোবা
প্রতিযোগিতায় আমরা প্রতিযোগী
আমাদের জাজ
ঐ যে গানটা
"খেলিছে এ বিশ্ব লয়ে
বিরাটও শিশু আনমনে"
তাই তো কাঠের পুতুল
তবু জীবন চলছে চলুক
আমরা দৈনন্দিন..............!!!!!