রূপ বদলে আমি আজ বৃষ্টি
মেঘের সাথে এ দেশ থেকে ও দেশে
ভিজিয়েছি ক্লান্ত প্রেম
মিষ্টি বিকেল
কবির হৃদয়ে স্পর্শ করা
শব্দের খেয়ালী বাতাস.....
আমি , জল ভরা পুকুরে
টুপটাপ !
তোমার হাত ধরে
সাগরের বুকে
পাল তোলা নৌকায়
দুটো প্রাণ আজ ভিজছে
গভীর প্রেমে
শ্রাবণ , আমার নাম
আমি তার চিরন্তন রূপ
তুমি মেঘ
তোমার হৃদয় থেকে
ভালোবাসা ছড়িয়ে দিয়েছি
প্রকৃতির বুকে
তারা ভাসছে ; অন্তহীন
দিন বদলে যাবে
তবু বৃষ্টি শ্রাবনের হাত
ধরে মেঘের বুকে
জমে থাকা ভালোবাসা হয়ে
মিশে থাকবে আত্মায়
তোমাদের আত্মায়
দৃষ্টির অগোচরে
হৃদয়ে প্রবেশ করবো আমি
বাঁধ ভাঙা ভালোবাসার টানে......