পাহাড়ী পথ বেয়ে নেমেছে
প্রকৃতি আবারও হাতে
হাত রেখেছে সৌন্দর্য!
মায়াবী স্পর্শে নিজেকে
দেখেছি নতুন রূপে
আমি আবারও ফিরেছি
তোমাদের ভালোবাসার টানে.......


জটাধারী!
শ্রাবণের ধারায় রুদ্রাভিষেক
আমার সবটুকু প্রেম উজার করে
তোমাকে ধারণ করেছি
চাহিদার উর্দ্ধে
মোহ নয়, সীমাহীন ভালোবাসা
এইটুকু দাবি , বাকিটা
বিলিয়ে দিও প্রকৃতির মাঝে
চিনেছি নতুন করে
আত্মার অস্তিত্বের মূল্য
এক নয়; একাত্ব
সব কিছুর উর্দ্ধে
মিশে আছো অর্ধনারীশ্বর রূপে
এক নয়; একাত্ব
তুমি আর আমি
বহুদূরে, তবু মিশে আছি
একে অপরে......
এটাই কি তবে প্রকৃতি?
জানা নেই
তবু আমি যুগে যুগে তোমারই...!!