পথ চল ছিলো দূরন্ত গতিতে
পেরিয়ে যাচ্ছিলো দুপাশের
স্বপ্নের চলচিত্র.....
জানলার পাশে দু চোখ
ছুঁয়ে দিগন্তে অস্ত যাচ্ছিলো
সূর্য; আমি একা আজ
চায়ের টবিলে; ভাবতেই
হঠাত করে তুমি এসে দাঁড়ালে
একমুখ হাসিতে !
এগিয়ে এসে বললে
কানে কানে; "সূর্য কোনোদিন
অস্ত যায় না সে যে আড়ালে
থেকেও আলোকিত করে
আমি যে তোমার সূর্য!"
দমকা হাওয়ার তালে
দুলে উঠলো ট্রেনটা
ঠোঁট ছুঁয়ে গেলো উষ্ণতা
বুঝলাম তুমি দূরে থেকেও
আছো হৃদয় গহনে.....
হেড ফোনে একটা আধুনিক গান
সবার আড়ালে তোমার
কোলে আমি মাথা রেখে
গড়ে তুলেছিলাম স্বপ্নের প্রেম,
আমার না বলা অনেক কথা
তুমি সামনে থাকলে
যেগুলো গুলিয়ে যায়,
কত কি তোমাকে বলা হয়না
রাগ; অভিমান ভালো লাগা
ভালোবাসা সবকিছু তোমার জন্য
অথচ মনে হয় তবু যেন
আরো অনেক কিছু বাকি রয়ে গেলো
হয়তো বোঝাতে পারলাম না
কতটা ভালোবাসি!
ট্রেন তার নিজস্ব ট্রেক বদলাচ্ছে
বুকের ভিতরটা কেমন যেন
কেঁপে উঠছে......
তোমার হাতটা শক্ত করে
ধরে আছি বুকের মাঝে
না আর ভয় নেই
ট্রেন চলছে তার পথে
আমি চলছি তোমাকে সঙ্গে নিয়ে
এ চলার শেষ নেই
আছে অন্তহীন ভালোবাসা...