পাঁজরের নীচে রক্তাক্ত হৃদয়
দিন বদলে রাত নেমেছে
ভবিষ্যতের জানলায়....
কংক্রিটের দেওয়ালে
একটা ঘুন ধরা ফটো ফ্রেম,


টেলিফোনের তার ছিঁড়ে
আজ চুঁয়ে পড়ছে
স্মৃতি; ধুলোর পথে
ভগ্নপ্রায় শরীরে মাংসপিণ্ডের প্রেম


রোজ রাতে হিংস্রতা
গুমড়ে উঠছে বালিসে
একাকীত্বের মই
আজ ভেদ করেছে আকাশ....


আমি!
আমি দের দৌড়ত্বে
বিংশ শতাব্দীর ইতিহাস
ফেরী ঘাটের শেষ
নৌকায় খুঁজেছি জন্মের খিদে....


ক্লান্ত ;দিন শেষে ঘরে ফেরার তাগিদ
সেতুহীন সম্পর্কের মোড়কে
বেনামী পরিচয়;
ঠিকানা, দূরত্বের বোঝা বেয়ে
সাগরে সঙ্গম,
আমি প্রস্তুত! একদান জীবনের
খেলায়; বোকা বাক্সে সিরিয়াল
আজ সত্যিই হিট.........!!