আমার শব্দ ভান্ডারে
প্রেম এখন বস্তা পচা
তবু বিকেলের পড়ন্ত রোদে
তোমাকে অনুভব করতে
বেশ ভালো লাগে; এটা
কোন কবিতা নয়, মনের খেয়ালে
রোজ একবার ,তোমাকে নতুন
করে পাওয়ার ইচ্ছা;


ইচ্ছা গুলো আমার বড়ই অযথা
রঙ হীন তবু আন্তরিক
প্রাণহীন তবু অক্সিজেনে পরিপূর্ণ,
তোমার দেওয়া বকুল ফুল
এখনো তাজা ;
কাছে নয় হৃদয় গভীরে তার
সুগন্ধ ভরপুর


বারান্দাটা আজ একলা
আরাম কেদারায়
তোমার গায়ের গন্ধে
এখনো উদাস সমীরণ;
বই এর পাতায় নায়কের
চরিত্রে এখনো যেন তোমারই ছবি!


সকাল থেকে আট টা মিসড্ কল
আজ সত্যি কথা বলতে ইচ্ছে করছেনা,
বালিসে মুখ গুজে ভাবতে ইচ্ছে করছে
তোমাকে; আমি কোনোদিন কবি হতে
পারবো না কারণ আমার কবিতা গুলো
সবই জীবনী, একান্ত নিজের পৃথিবীতে
আবদ্ধ; পড়ে থাকা ধুলো মাটির মধ্যে
শুধু মাত্র তোমাকে বাঁচিয়ে রাখার প্রয়াস!


ভালোবাসা যে লিখলেও শেষ হয়না
সেটা হয়তো বোঝানো খুব কঠিন
আমি জানি আমার কলম তোমার
কাছেই বাকরুদ্ধ; তবু অনুভবে
তোমাকে পাওয়ার পাগলামি


সাধারণ ভাষায় তোমাকে ভালোবাসি
বলতে আমার কবিতা লেখার প্রয়োজন নেই
প্রয়োজন আছে শুধু হৃদয়ের
একটা গভীরতার
একটা স্বপ্নের
একটা অনুভূতির
একটা ভালোলাগা , আর যদি এসব বাদ দি
তাহলে বলবো নিঃশ্বাস নেওয়ার
আমি নিঃশ্বাস নিচ্ছি তাইতো
তুমি ভালোবাসা
নতুবা!
আমি কবি নই শুধু তোমার প্রেমিকা.............!!