এক এক করে পাঁচটি অঙ্ক
নাটক চলছে তার গতিতে;
মুখোশ গুলো উড়ছে আকাশের
নীলে; ধোঁয়াসা, সূর্যের আড়ালে
চাঁদ আজও দরিদ্র; ধার করা জীবন
আর চাকচিক্ক..........


আয়নায় বেরসিক প্রতিবিম্বে
নিজের নাটকীয় ছবি
গর্বের সুরে বেনামী জিন্দেগীর
কুরবানী........


উথাল পাতাল সরল স্বাভাবিক জীবনের
দৌড়; অক্লান্ত ছুটে চলার নাটক
শুধু নাটক; যুক্তিহীন পথে
বিভ্রান্ত সাধারণ; পুচ্ছ লাগিয়ে হতে চায়
অসাধারণ;


বোধহয় পাঁচটি অঙ্ক
শেষ অঙ্ক জীবন লেখে
প্রদীপের তলায় লুপ্ত আলোকের
কাহিনী, নাটকের শেষ দৃশ্য
তোমার হিসাবের ফারাক
আজ বাড়তে বাড়তে চরম সীমানায়
জীবন সমুদ্র নয়; সময় হারিয়ে গেছে গভীরে.........!!