বেতার তরঙ্গে ভেসে আসে
বাঁচার আনন্দ; নীল আকাশে
গোধূলির লালে ছড়িয়ে দিয়ে
প্রেম, সূর্য অস্ত যাচ্ছে;


এবার চাঁদের পালা
তারা দের সজ্জায়
বাসর; মেঘ পরীদের মাঝে
আমার প্রেম বালির তটে


সন্ধ্যার প্রদীপে
আলতা মাখা পায়ে
উঠোন আজ রাঙা
শিউলী ফুলের রাত
শেষের সুগন্ধে আমি অনন্যা....


চাঁদের সাথে আমার সাজ ঘর
তোমার হৃদয়ে রজনীগন্ধা
সঙ্গম; চাঁদ ! আজ রাঙা
চোখে প্রেম দিয়ে কিনেছে
সময়, থেমে গেছি আমি


চলো মধুচন্দ্রিমায় মুছে দি
শেষ নিশ্বাস
বেঁচে উঠি নব রূপে......!!