একদিন মৃত্যুকে চেয়ে ছিলাম
আজ চাইছি জীবন; শিয়রে
সে দাঁড়িয়ে প্রমাদ গুনছে;
ছড়িয়ে আছে কাজের হিসেব
অগছালো বিছানায় ; আমি বাঁচতে চাই
রোজ জমা করা আয়ু থেকে;
সুদের হার আকাশ চুম্বি
চুক্তি বদ্ধ মৃত্যুর খাতায় ; সাধের
বাগানে পাতা ঝরা আওয়াজ
শুনেছি বহুবার!


আকাশে পেজা তুলোর মেঘ
মনে কাশফুল; তবু উঁকি দিচ্ছে
কালবৈশাখী ঝড়,
দিন আর রাত চাঁদের সাথে
আমার আলাপ


আমি বাঁচতে চাই আরও একবার
স্বপ্নের চোখে ডানা মেলে
চেটেপুটে নিতে চাই জীবনের স্বাদ
কত জলবায়ু আসে আর যায়
শ্যাওলা জমা দেওয়ালে
এখনো লিখতে পারি বাঁচার ঠিকানা


শুধু একবার মৃত্যুর থেকে
ভালোবাসতে দাও জীবন
আমি যে জন্মের অতিথি
বাড়ীর ঠিকানা পৃথিবীর বুকে
আজনম অনন্তকাল.............