আমি নিরঝরা
আপনাদের সামনে এনেছি
পূজোর আমেজ
শরত এসেছে
চারিদিকে কাশফুল
আর পেজা তুলোর মেঘ
আনুষ্ঠানিক ভাবে এবার
ঘোষণা করা হচ্ছে মা আসছেন
আর মাত্র কয়েকটাদিন


কি সে আসছেন সেটা বড় নয়
কি নিয়ে আসছেন সেটাও বড় কিছু নয়
বাঙালীর পূজো
মানে দূর্গাপূজো; খাওয়া দাওয়া কেনা কাটা
প্রেম আর জমিয়ে আড্ডা


আসুন উত্সবে মাতি
কবিতা আর গানে
একটু গল্পে একটু প্রেমে
আমি নিরঝরা
আপনাদের সামনে এনেছি
পূজোর আমেজ


বেরাতে চান অবশ্যই যান
কাশ্মীর বা কন্যাকুমারী
কিন্তু একবার ভেবেই দেখুন
পূজোর মজা বঙ্গদেশে


মহালয়া থেকে দশমী
আনন্দে মাতেন এখনই
বলা কি যায় সময় কখন
ফুরিয়ে কার যায়;


তাই তো এবার আমি
এসে রঙ ছড়িয়ে নিলেম হেসে
উত্সবে আজ রাঙিয়ে দিতে
মায়ের চরণ খানি


অতএব আমি
নিরঝরা
আপনাদের সামনে এনেছি
পূজোর আমেজ
আসুন সবাই মিলে নেচে উঠি
আজ মায়ের আগমনে.........!!