দুটো শব্দে বর্ণনা করা যায় না জীবন
রক্তের দাগে মূল্য খোঁজা যায় না জীবনের!!


পাঠক আসে যায় মতামতের সাথে
কবিতা তবু থেকে যায় রাতের অন্ধকারে!!

রোজ ভোরে আকাশের পরিবর্তন
তবু অপরিবর্তিত মানুষের মন!!

পথে থাকে পথিক পথে থাকে ধুলো
তবু পথিক অতিথি হয় ধুলো হয় আজনমের সাথী!!

মুখোশের আড়ালে ভয়ঙ্কর
তবু চোখের দৃষ্টি মুখোশেয় তৃপ্ত!!

হাল ছেড়ে নৌকা হারিয়েছে কূল
ভালোবাসা নোনা জল!!

শেষ শব্দে লিখে যেও ভবিষ্যত
অতীত যখন  বর্তমান রূপে তোমার স্মৃতিতে!!


ফুলের গন্ধে বিষাক্ত বাতাস
আর হৃদয় খুন করার অভিলাষ!!