দু পা গেলেই নেমে আসে
অন্ধকার; চাঁদ চুরি করবে
সূর্যের হাজার রঙ
আকাশের বুকে সিঁদুর খেলছে
মেঘেরা; অপেক্ষায় আমি
সন্ধ্যা নামার আগে;
আকাশের সিঁদুর খেলায়
তুমি আর আমি.........!!!!!