হৃদয়ের ক্ষত কতটা গভীর হলে
চোখের জল মরীচিকা হয়;

জানতে চেও না
বৃষ্টিও বলবে পৃথিবীর গভীরতায় পৌঁছে
হৃদয়ের গোপন কথা;

শূন্য!
শুধুই ভাবনায় ভিজবে

বাকিটা;
আমরা সবাই তো
নাটকীয়

ঘরে ফেরার অনুভূতি
আজ অনেক দামী

তবু প্রেম
তোমাকে ঘিরে

এটাই বোধহয় বাস্তব!!!