অভ্যন্তরে বিন্দু বিন্দু বিনাশ
দিন দিনান্তে একমুঠো তুমিই
দিতে পারো প্রাণের স্পন্দন;

রক্তের বন্যায় কেঁদে ওঠে মাটি
আমি ধান বুনেছি
বুনেছি খিদের পেট

অন্নের পরিচয়ে বিকৃত করেছি
মানসিকতা;

ভালোবাসা ; জাল কেটে
সিঁড়ি খোঁজে
সবটা নিংড়ে নেমে যায় নিচে
বহু নিচে;

বাঁচতে বাঁচতে শূন্যতা
আমি একলা পথিক
পৃথিবীর বুক চিড়ে..........!!