অনেকদিন অবাধ্য হইনি
কাদা মাটির প্রলেপ দিয়ে
নিজেকে সাজিয়ে তুলিনি আনন্দে;
পুতুল খেলার ঘরে সাজিয়ে তুলিনি স্বপ্ন

আমি আজ বড় হয়েছি;

চোখে জটিলতা;
বুকে অহংকার!

স্বপ্নের বেচা কেনায়
বদলে দিয়েছি সময়,

এখন আমার মাটিতে পা পরে না

আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায়
পায়ের তলায় মিশেছে পুতুল খেলার ঘর!

আজ আমি সত্যি বড় হয়েছি;
ভুলেছি সত্যি বাঁচার পথ.........!!




(আজ আমার 250তম কবিতা
এ আসর আমাকে দিয়েছে অনেক কিছু, যতটা সম্মান যতটা ভালোবাসা  যতটা জ্ঞান দিয়েছে; হয়তো তার কিছুই দিতে পারিনি আমি
তাই তো এ আসরের সমস্ত কবিদের আমার কৃতজ্ঞতা জানাই
তাদের সহযোগিতা আশীর্বাদ আজ আমাকে এতদূর এনেছে,
এই আশীর্বাদের হাত যেন সারাজীবন থাকে আমার ওপর, আমি যেন সার্থক কবিতার জন্ম দিতে পারি; )সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও প্রণাম