শুধু বাহানা খুঁজে ছিলাম
খোলসের মধ্যে শীত ঘুমে
পেরিয়ে যাব কয়েকটা সন্ধ্যে!

ভারী চোখের দৃষ্টি
করমচা গাছের নীচে
দেখতে পেয়েছিলো একজোড়া প্রজাপতি;

প্রেম!

প্রয়োজনহীন শব্দে

অভিমানের রাত

সন্ধ্যা বেয়ে;

তুমি
ঝড় তুলনা;
আমার অসুখ আজ সভ্যতা পেরিয়েছে;

শূন্যে ভেসে থেকো
অথবা
আমার দেহের ভিতরে

শেষ মিলনে
ছাই হয়ে যাক সম্পর্কের
সকাল দুপুর রাত.............!!