ধ্রুব সত্যি,
যদি বিশ্বাস না হয়
তবে হৃদয় চিড়ে দেখতে পারো
সমুদ্র; গভীর সমুদ্র!
জমে আছে জল
দৃঢ় প্রতিজ্ঞ মন;
সমস্ত ঘুম যার চরণ ছুঁয়ে
নিমেষে এনে দিতে পারে
গভীর অরণ্যের নিঃস্তব্ধতা,
চোখ দেখনা ,
তোমার সর্বনাশ দেখ
চাঁদের বুকে,
কলঙ্ক মুছে আজ ভালোবাসা
নেমেছে ,
ধ্রুব সত্যি,
যদি বিশ্বাস না হয়
তবে আয়নায় নিজেকে দেখ
তোমার চোখের জলে
সেও ভিজে গেছে, শব্দহীন বোবা কান্নায়,
উড়িয়ে ধুলো
বিন্দু বিন্দু বিষ শিকড় ভেদ করে
বুঝিয়ে দিচ্ছে;
আমার মধ্যেও আমি বর্তমান,
কালো তবুও আলো....
ধ্রুব সত্যি,
যদি বিশ্বাস না হয়
তবে তুমি অন্ধকার,
পরিচয়হীন একটা নাম মাত্র!
শুধুই একটা নাম,
এটাই তোমার সব থেকে বড় দূর্বলতা.....
ধ্রুব সত্যি,
যদি বিশ্বাস না হয়,
তবে আত্মার রোদনে
অপচয় করো না রাত
এভাবেই ফুরিয়ে যেও
রহস্যময় পৃথিবীর মাঝে..........!!