পঙ্গু কবিতার উড়ো জাহাজ
আজ গভীরে তলিয়ে গেছে,

কিছু তারকাঁটা ভেদ করেছে শরীর,
দূরত্ব অকাল মৃত্যু...

আকাশের আড়ালে ভাবনার সিঁড়ি বেয়ে
শব দেহ ;
মিছিলের মধ্যেও আত্মার বহুরূপ!

ক্যাকটাসে তবুও ফুল ফোঁটে
শত যন্ত্রণায়.....!!