হেঁটেছি বহু পথ ,সুর আর কথা
পথের ধুলোয় মিশে বৈশাখী দাব দাহে
তৃষ্ণার্ত বুকে এনে দিয়েছে তৃপ্তি,
সূর্য উঠেছে রোজকার নিয়মে
তবু নববর্ষ!


কোথাও কোনো পরিবর্তন নেই
নেই হিংস্র মনের অবসান,
তবু পৃথিবীতে আগামীর আহ্বানে
জ্বলে উঠেছে আলোর রোসনায়.....


আমিও তো সেই একই জায়গায়
অপেক্ষার প্রহর গুনছি;
আকাশের বুকে খুঁজে চলেছি মুক্তি,
তবু নতুনের আহ্বানে মুখোশ
আরো দৃঢ় ,


শুভ অশুভ ভেদাভেদের ঊর্ধে
রঙিন কাগজের মোড়কে
উপহার হাতে বলে চলেছি
শুভ নববর্ষ!


সত্যিই কি নতুন কিছু?
নাকি নতুন কিছুর আশা
যুগ থেকে যুগান্তর অপরিবর্তিত ভালোবাসা,
নতুনের আহ্বান;
শুভ নববর্ষ..........!!