মাঝি তোমার নায়ে নিবেগো আমায়?
নামিয়ে দিয়ও ঐ পারেতে।
যেথায় আমার আসিবার প্রহর গুনিতেছে,
যেথায় আমার ছায়া পড়িবার পাল্লা গুনছে,
গুনছে আমায় একপলক আঁখি ভরে দুচোখে দেখার।
শুধু প্রহর গুনিয়া বসিয়া আছে
কঙ্কালমালিনী কোন এক নারী।
যার অধরা চোখ আমার আশায় বুঝিতে যাচ্ছে!
যার চিকন সুরীলি কন্ঠের আওয়াজ নিবিড় হতে চলিছে।
যার ওষ্ঠ দেহখানায় প্রতিটি হাড়ের ছাপ ভেসে উঠেছে,
উঠেছে ভেসে ঐ গলার সব রেখা যা বেয়ে বেয়ে পড়ছে ঘাম,
যার এলোমেলো রুখ চুল হাওয়ায় বলে বেরুচ্ছে
বসিয়া আছে সে আমারই তরে।
যার প্রতিটি শ্বাসে-নিশ্বাসে আমার নাম ঝপছে!!
যার হাত ভর্তি কাচের চুড়ির রিনঝিন আওয়াজ
পথ দেখিয়ে ডাকছে আমায়।
শুধু প্রহর গুনিতেছে আমারই ফিরিবার??
মাঝি তুমি নেওগো আমায় তোমার নৌকায়
রহিয়াছে বসিয়া আমারে চাহিয়া আমার কঙ্কালমালিনী।।